এপ্রিলে আগরতলায় প্রাইজমানি কাবাডি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ।।তিনদিনব্যাপী আমন্ত্রণমূলক প্রাইজমানি কাবাডি প্রতিযোগিতা শুরু ৩ এপ্রিল থেকে। এগিয়ে চলো সঙ্ঘের উদ্যোগে হবে আসর। তাতে আসাম এবং মনিপুরের পুরুষ বিভাগের দল অংশ নিচ্ছে। যতটুকু খবর, আসরে পুরুষ বিভাগে ৮ টি এবং মহিলা বিভাগে অংশ নিচ্ছে ৪ দল।পুরুষ বিভাগের সেরা দল পাবে ২০ হাজার টাকা। এছাড়াও থাকবে আকর্ষনীয় পুরস্কার।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *