রাজ্য ক্রিকেটকে সামনে রেখে জিরানীয়া মহকুমা দলও ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ।।উদ্বোধনী দিনে মহকুমার প্রতিপক্ষ অমরপুর মহকুমা। সোনামুড়ার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে হবে ম্যাচটি। ২৫ মার্চ। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। ২৮ মার্চ কৈলাসহর, ২৯ মার্চ অমরপুর এবং ১ এপ্রিল গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচ খেলবে সদর ‘‌বি’‌-‌র বিরুদ্ধে। আসরে অংশগ্রহণের জন্য ১৪ সদস্যের মহকুমার দল ঘোষনা করেন সচিব শিবায়ন দাস। ঘোষিত দল:‌ করণ দেব,রাজদীপ সাহা, অয়েশ সাহা, অভিরূপ দাস, সম্রাট চৌধুরি, এসব চক্রবর্তী,মনোজিৎ সরকার, ওমপ্রকাশ চক্রবর্তী, সান চক্রবর্তী, রাজেশ দাস, দেবব্রত পাল, পৃথ্বিরাজ দেব, রাজীব পাল এবং দীপ্তনীল দাস। ‌