নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ নেশা বিরোধী অভিযান চালিয়ে আবারও বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ৷ আগরতলা শহর এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রচুর পরিমাণ নেশা জাতীয় সামগ্রী এবং আগ্ণেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় নেশা বিরোধী অভিযান আরো জোরদার করেছে পুলিশ৷ আটক ৪ নেশা কারবারিকে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতেই আরো এক নেশা কারবারিকে জালে তুলেছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ ইয়াবার ট্যাবলেট একটি পিস্তল এবং তাজা কার্তুজ সহ আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করা হয়েছে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে সদরের মহকুমা পুলিশ আধিকারিক অজয় দাস জানান গতকাল চারজন নেশা কারবারিকে আটক করা হয়েছিল৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও এক নেশা কারবারিকে রামঠাকুর সংঘ এলাকা থেকে আটক করা হয়৷ তার নাম সানি সাহা৷ জিজ্ঞাসাবাদে সে আরও এক ব্যক্তির নাম পুলিশকে জানায়৷ সে অনুযায়ী ওই বাড়িতে হানা দিয়ে পুলিশ গতকাল রাতেই ১৫০০ ইয়াবা ট্যাবলেট একটি পিস্তল ২ রাউন্ড তাজা কার্তুজ একটি আরটিকা গাড়ি বাজার করা হয়েছে৷ অবশ্য বাড়ির মালিককে আটক করতে সক্ষম হয়নি পুলিশ৷ তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ তদন্তের স্বার্থে পুলিশ অবশ্য ওই বাড়ির মালিকের নাম প্রকাশ্যে আসেন আনেনি৷ তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহতরয়েছে৷ সদরের মহাকুমা পুলিশ আধিকারিক অজয় দাস জানিয়েছেন আগরতলা শহর ও শহরতলী এলাকায় যারা নেশা কারবারের সঙ্গে জড়িত তাদেরকে আটক করে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে৷৷ রাজ্য সরকার নেশা মুক্ত রাজ্য গঠন করার যে অঙ্গীকার গ্রহণ করেছে তা বাস্তবায়িত করার লক্ষ্যেই পুলিশ এ ধরনের তৎপরতা বৃদ্ধি করেছে বলেও জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক৷
2023-03-24