ভারতের মাটিতে পা রাখলেন বেন স্টোকস, উচ্ছ্বসিত সিএসকে সমর্থকরা

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : আইপিএলে খেলতে শুক্রবার ভারতের মাটিতে পা রাখলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। টুইটারে ছবি পোস্ট করে ভারতে আসার কথা নিজেই ঘোষণা করেছেন এই অলরাউন্ডার। চেন্নাই সুপার কিংসের জার্সি পরে খেলতে যে তিনি প্রস্তুত, তারও আগাম ইঙ্গিত দিলেন স্টোকস।

সিএসকে ১৬.২৫ কোটি টাকার বিনিময়ে কিনেছে বেন স্টোকসকে। আইপিএলে সবচেয়ে বেশি নজর থাকছে তাঁর উপরেই। ২০১৭ সালে তাঁকে ১৪ কোটিতে কিনেছিল পুনে সুপার জায়েন্ট। ৩১ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে সিএসকে। প্রতিপক্ষ দল গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি।
আইপিএলের ইতিহাসে ৪৩টি ম্যাচ খেলেছেন স্টোকস। ব্যাটার হিসেবে দুটো শতরান এবং দুটো অর্ধশতরান মিলিয়ে মোট ৯২০ রান রয়েছে তাঁর ঝুলিতে। বোলার হিসেবে রয়েছে ২৮টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *