৬টি স্কুলের গার্লস টিমকে টিসিএ থেকে গিয়ার্স প্রদান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ।। প্রস্তুতি চলছে জোর কদমে। অংশ নেবে ৬ টি স্কুল দল। প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল বালিকাদের ক্রিকেটে। ৫ এপ্রিল থেকে শুরু হবে আসর। সোমবার আসরে অংশ নেওয়ার জন্য এন্ট্রির শেষ দিন ছিলো। প্রথমবর্ষ আসরে অংশ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছে: বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়, পরমানন্দ বিদ্যামন্দির, বড়দোয়ালি স্কুল, ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির, আসাম রাইফেলস এবং নন্দননগর স্কুল। এবছর পরীক্ষামূলকভাবে ওই আসর শুরু করছে রাজ্য ক্রিকেট সংস্থা। আগামীবছর থেকে রাজ্য আসর করারও পরিকল্পনা রয়েছে। লক্ষ্য একটাই, স্কুল স্তর থেকে প্রতিভাবান ক্রিকেটার বের করে আনা। আগামী ২৮ মার্চ বেলা বারোটায় এমবিবি স্টেডিয়ামে অংশগ্রহণকারী ছয়টি স্কুলের গার্লস ক্রিকেট টিমকে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত রকমের ক্রিকেটীয় সরঞ্জাম তথা গিয়ার্স প্রদান করা হবে। এই গিয়ার্স বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য টিসিএ-র সচিব তাপস ঘোষ আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, এবছর থেকে বি সি সি আই শুরু করছে অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের ক্রিকেট। তা মাথায় রেখেই স্কুল ক্রিকেট শুরু করার এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *