শিলচর (অসম), ২৩ মার্চ (হি.স.) : নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত । বৃহস্পতিবার মাদক বিরোধী অভিযানে আরোও এক সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ । শিলচর শহর এলাকা থেকে ১৫ কোটি টাকার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ।
সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এম জেড- ০১ইউ- ৭৩৫০ নম্বরের এক ডাস্টার গাড়ি থেকে ১৫ টি প্যাকেটে দেড় লক্ষ ইয়াবা টেবলেট সহ মিজোরামের আইজলের বাসিন্দা লালসাম ওয়ালাম নামের পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরে কাছাড় জেলা পুলিশ সুপার নুমাল মাহাতো বলেন, গাড়িটির গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় এই বৃহৎ পরিমাণ নেশা জাতীয় টেবলেট গুলি । তিনি জানান, পুলিশের হাতে আটক মিজোরামের আইজলের বাসিন্দা যুবক এর আগে একবার মাদক মামলা গ্রেফতার হয়েছিল । মিজোরাম চামপাই জেলা থেকে সংগ্রহ করা ইয়াবা ট্যাবলেট গুলি শিলচর শহরে রেখে বহিঃরাজ্য সরবরাহের পরিকল্পনা ছিল বলে জানান তিনি ।

