২৬ মার্চ রামনগরে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ ব্লাড ব্যাংক রক্তের ঘাটতি মেটাতে রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের বাসভবনে আগামী ২৬ মার্চ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷৷ ৭ রামনগর মন্ডলের উদ্যোগে আগামী ২৬ মার্চ মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের বাসভবনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে৷ আজ সাংবাদিক সম্মেলনে জানান কপর্োরেটর তুষার কান্তি ভট্টাচার্য৷ পাশাপাশি উপস্থিত ছিলেন কপর্োরেটর অভিষেক দত্ত ও যুব মোর্চা এবং মহিলা মোর্চার রামনগর মন্ডল সভাপতিগন৷ মোট ৩০০ ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে বলে জানান তুষার বাবু৷ পাশাপাশি সেদিন নরেন্দ্র মোদিজীর মন কি বাত অনুষ্ঠানও কর্মকর্তারা সবাই মিলে শুনবেন৷  রক্তদানকে সফল করে তোলার জন্য দলীয় নেতা কর্মী সমর্থক সহ সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে এগিয়ে আসার জন্য উদ্যোক্তাদের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে৷