ফের বিসিরায় হাসপাতালে বাড়ছে মৃত্যু

কলকাতা,২২ মার্চ (হি. স.):করোনা আতঙ্কের পর নতুন আতঙ্কের নাম

অ্যাডিনো ভাইরাস । ক্রমাগত বাড়ছে অ্যাডিনোভাইরাস আক্রান্তের সংখ্যা । বুধবার ফের বিসিরায় হাসপাতালে বাড়ছে মৃত্যু ।

বুধবার হঠাৎই মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বাসিন্দা ১১ মাসের শিশু পুত্রের তিনি ভর্তি ছিলেন বিসিরায় হাসপাতালে । জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া নিয়ে ভর্তি ছিল ওই শিশু। এখানে বনগাঁ চাঁদপাড়ার বাসিন্দা সাড়ে চার মাসের শিশুকন্যারও মৃত্যু হয়েছে । অপরদিকে সন্দেশখালির বাসিন্দা দেড় বছরের শিশুপুত্রকে বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয় ।

শিশুমৃত্যু কিছুতেই ঠেকানো যাচ্ছে না। অ্যাডিনোভাইরাস আতঙ্ক কপালে ভাঁজ পেলেছে । কারণ ক্রমশ বেড়ে চলেছে রাজ্যজুড়ে শিশুমৃত্যু। মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতালে জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে । যা উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি মাস থেকে মার্চ মাসের ১৪ তারিখ পর্যন্ত ১৪৯ শিশুর মৃত্যু হয়েছে গোটা বাংলায় । আর সকলেরই শ্বাসকষ্টের সমস্যায় মৃত্যু হয়েছে ।