জাতীয় শিক্ষানীতি’ রূপায়ণের প্রতিবাদে আবুটা

কলকাতা, ২২ মার্চ (হি. স.) : ‘জনবিরোধী জাতীয় শিক্ষানীতি’ রূপায়ণের প্রতিবাদ জানাল

সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (আবুটা)। বুধবার আবুটা-র যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার তরফে অরবিন্দ ভবনের কাছে বিক্ষোভ দেখানো হয়।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ‘জনবিরোধী জাতীয় শিক্ষানীতি, ২০২০’ অনুসরণ করে চার বছরে ডিগ্রি কোর্স চালু করার প্রতিবাদ

আবুটার সাধারণ সম্পাদক গৌতম মাইতি বলেন, “যেখানে তিন বছরের অনার্স ডিগ্রি কোর্সে পড়ুয়াদের ১৪৮ ক্রেডিট সংগ্রহ করতে হত সেখানে ৪ বছরের কোর্সে ১৬০ ক্রেডিট সংগ্রহ করলেই হবে। অর্থাৎ বাৎসরিক গড়ে শিক্ষণ দিবস কমছে। তিন বছরের ডিগ্রিকে চার বছর করে দিয়ে ছাত্রদের ডিগ্রি পাওয়ার সময়কাল অযথা দীর্ঘায়িত করে দেওয়া হচ্ছে।

মাল্টিপল এন্ট্রি ও এক্সিট থাকার ফলে কোনো বছর কোনো কলেজে কোনো একটি বিষয়ে পড়ুয়া থাকবে কিনা তার নিশ্চয়তা থাকবে না। এর ফলে প্রান্তিক স্তর থেকে আসা পড়ুয়াদের প্রতিষ্ঠান ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়বে। গরিব ও মধ্যবিত্ত বাড়ি থেকে আসা ছাত্রদের উচ্চ শিক্ষায় প্রবেশের সুযোগ সংকুচিত হবে। শিক্ষার গুনমান হ্রাস পাবে। কলেজ- বিশ্ববিদ্যালয়গুলো অস্তিত্বের সংকটে পড়বে।

বাজারমুখী এই মডেলে শিক্ষক নিয়োগও হ্রাস পাবে। বিশ্ববিদ্যালয়ের ও শিক্ষকদের একাডমিক স্বাধীনতা ক্ষুন্ন হবে।“ যুগ্ম সম্পাদক দেবব্রত বেরা বলেন, ইঞ্জিনিয়ারিংয়ের মত পেশাগত কোর্সে পাঠ্যক্রমে সরকার যদি মাল্টিপল এন্ট্রি ও এক্সিট চালু করে তাহলে এই শিক্ষার কী হাল হবে তা ভেবে আমরা শঙ্কিত। উভয়েই পরিকাঠামোর অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *