তেলিয়ামুড়ায় বন্য হাতির তাণ্ডবে আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷  তেলিয়ামোড়ার পূর্ব লক্ষ্মীপুর চামপ্লাই এলাকায়  মঙ্গলবার রাতে বন্যহাতির তাণ্ডবে একজন  আহত হয়েছেন৷ অপর কয়েকজন অল্পবিস্তার আহত হয়েছেন৷ তেলিয়ামুড়া মহকুমা জুড়ে বন্য হাতির সমস্যা নতুন কোন বিষয় নয়৷ তেলিয়ামুড়ার বেশ কিছু হাতি প্রবণ এলাকায় প্রায় প্রতিদিন বন্য হাতির দল উপদ্রব চালায় এবং হাতির আক্রমণে তেলিয়ামুড়া মহকুমায় বেশ কয়েকজনের মৃত্যুর খবরও রয়েছে৷ এরপরেও হাতির সমস্যা নিরসনে কোন প্রকার স্থায়ী ব্যবস্থা গ্রহণ করছে না বনদপ্তর৷  মঙ্গলবার রাতেও বন্য হাতির আক্রমণে গুরুতর আহত ১ ও অল্পবিস্তর আহত বেশ কয়েকজন৷  ঘটনাটি সংগঠিত হয়েছে পূর্ব লক্ষ্মীপুর এ.ডি.সি ভিলেজের অন্তর্গত চামপ্লাই এলাকায়৷ ঘটনার বিবরণে  জানা যায় তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন অর্থাৎ পূর্ব লক্ষ্মীপুর এ.ডি.সি ভিলেজের অন্তর্গত চামপ্লাই এলাকায় মঙ্গলবার গভীর রাতে  বন্য দাঁতাল হাতির আক্রমণে গুরুতর আহত এক ব্যাক্তি, ও অল্পবিস্তর আহত হয় বেশ কয়েকজন৷ গুরুতর আহত ব্যাক্তির নাম অরুণ দেববর্মা৷  এলাকার লোকজন  হাতির আক্রমনে গুরুতর আহত  ব্যাক্তিকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷   রাতের অন্ধকারে হাতির আক্রমণের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখনো তীব্র আতঙ্ক বিরাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *