কলকাতা, ২২ মে (হি. স.): বর্তমানে রাজনৈতিক দলগুলোর চোখ নির্বাচন। আর তার আগেই ক্রমাগত বাড়ছে রাজনৈতিক দলগুলোর অন্তরে তরজা। এবার রাজনৈতিক স্লোগান থেকে বাদ গেল না আদালত চত্বরও। বুধবার আদালতে স্লোগান তোলা হল খেলা হবে।
গত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছে রাজ্য সরকারের নিয়োগ দুর্নীতি মামলা। এবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে শোনা গেল ”খেলা হবে” স্লোগান ৷ হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন এসএসসি গ্রুপ সি”র ৮৪২ জন কর্মী ৷ আর এবার সেই শূন্যপদে ওয়েটিং লিস্টে থাকা বাকিদের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে আদালতের নির্দেশে ৷ বৃহস্পতিবার থেকে এই নিয়োগের কাউন্সেলিং শুরু হওয়ার কথা ৷ এই কাউন্সেলিংয়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়েছিলেন চাকরিহারাদের আইনজীবীরা।
আর তার আগেই বুধবার এই মামলার শুনানিতেই আদালতের মধ্যেই ”খেলা হবে” স্লোগান ওঠে ৷ যদিও এরপর বিচারপতি সুব্রত তালুকদার এই স্লোগানের জন্য সংশ্লিষ্ট আইনজীবীদের ভর্ৎসনা সহ ”খেলা হবে” শব্দবন্ধটি প্রত্যাহার করার নির্দেশ দেন ।