ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ।। নকআউট ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্যায়ের খেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। টুর্নামেন্ট তপন স্মৃতি নকআউট ক্রিকেটের আসর। ইতোমধ্যে প্রি-কোয়ার্টার ফাইনালের ছয়টি ম্যাচ শেষে আগামীকাল থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল খেলা। আগামীকাল এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন খেলবে জয়নগর ক্রিকেট ক্লাব তথা জেসিসি-র বিরুদ্ধে। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে অপর কোয়ার্টার ফাইনালে এবারকার সুপার ডিভিশন ক্রিকেটে রানার্স ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে পোলস্টার ক্লাবের বিরুদ্ধে। উল্লেখ্য, প্রথম প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়নগর ক্রিকেট ক্লাব ৯ উইকেটের ব্যবধানে বনমালীপুর ক্রিকেট ক্লাব তথা বিসিসি-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। ১৭ মার্চেই অপর প্রি-কোয়ার্টার ফাইনালে ইউনাইটেড ফ্রেন্ডস আট উইকেটের ব্যবধানে মৌচাক ক্লাবকে এবং পোলস্টার ক্লাব ৩৫ রানের ব্যবধানে ইউনাইটেড বিএসটি-কে পরাজিত করে শেষ আটে খেলার ছাড়পত্র পেয়েছে। উল্লেখ্য, ২৩ মার্চ টুর্নামেন্টের অপর দুটি কোয়ার্টার ফাইনালে সংহতি ও চলমান সংঘ এবং ওল্ড প্লে সেন্টার ও স্ফুলিঙ্গ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।
2023-03-20

