তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ।। নকআউট ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্যায়ের খেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। টুর্নামেন্ট তপন স্মৃতি নকআউট ক্রিকেটের আসর। ইতোমধ্যে প্রি-কোয়ার্টার ফাইনালের ছয়টি ম্যাচ শেষে আগামীকাল থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল খেলা‌। আগামীকাল এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন খেলবে জয়নগর ক্রিকেট ক্লাব তথা জেসিসি-র বিরুদ্ধে। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে অপর কোয়ার্টার ফাইনালে এবারকার সুপার ডিভিশন ক্রিকেটে রানার্স ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে পোলস্টার ক্লাবের বিরুদ্ধে। উল্লেখ্য, প্রথম প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়নগর ক্রিকেট ক্লাব ৯ উইকেটের ব্যবধানে বনমালীপুর ক্রিকেট ক্লাব তথা বিসিসি-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। ১৭ মার্চেই অপর প্রি-কোয়ার্টার ফাইনালে ইউনাইটেড ফ্রেন্ডস আট উইকেটের ব্যবধানে মৌচাক ক্লাবকে এবং পোলস্টার ক্লাব ৩৫ রানের ব্যবধানে ইউনাইটেড বিএসটি-কে পরাজিত করে শেষ আটে খেলার ছাড়পত্র পেয়েছে। উল্লেখ্য, ২৩ মার্চ টুর্নামেন্টের অপর দুটি কোয়ার্টার ফাইনালে সংহতি ও চলমান সংঘ এবং ওল্ড প্লে সেন্টার ও স্ফুলিঙ্গ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।