কোকরাঝাড় (অসম), ২০ মার্চ (হি.স.) : বড়ো বর্ণমালা ব্যবহার বাধ্যতামূলক বড়োল্যান্ড অর্থাৎ বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এ৷ তাই বড়োল্যান্ড সদর কোকরাঝাড়ে ইংরেজি বর্ণমালায় লেখা সাইনবোর্ড বা সরকারি প্রকল্পে নাম-ফলক মুছে দিয়েছে নিখিল বড়ো ছাত্র সংস্থা (এবিএসইউ বা এবসু)। পাশাপাশি কোকরাঝাড় শহরের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তাদের সাইনবোর্ড বড়ো বর্ণমালায় লিখতে আহ্বান জানিয়েছে এবিএসইউ।
বড়োল্যান্ডে বড়ো ভাষা ব্যবহার করা হচ্ছে না দেখে সরব হয়েছে এবিএসইউ। বিটিআর-এ বড়ো ভাষার প্রধান্যের দাবি তুলে আজ সোমবার বড়োল্যান্ডের সদর কোকরাঝাড়ে বড়ো বর্ণমালা ব্যবহার না করে শুধুমাত্র ইংরেজিতে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম ব্যবহৃত সাইনবোর্ডগুলি কালো কালি দিয়ে মুছে দিয়েছেন ছাত্র সংগঠনের কর্মকর্তারা।
কোকরাঝাড় শহরের বিভিন্ন জায়গায় নগরোন্নয়ন বিভাগের নাম-ফলকেও ইংরেজি বর্ণমালায় লেখা শব্দবন্ধগুলি মুছে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে এবিএসইউর সাধারণ সম্পাদক খামফা বসুমতারি বলেন, বড়ো ভাষাকে বিটিআর-এ অগ্রাধিকার দেওয়া উচিত। নামের বোর্ডে প্রথমে বড়ো, দ্বিতীয় অসমিয়া এবং তৃতীয় ইংরেজি ব্যবহার করতে হবে। বিষয়টি নিয়ে নগরোন্নয়ন দফতরের প্রধানের সঙ্গে আলাপ-আলোচনা সত্ত্বেও কোনও গুরুত্ব না দেওয়ায় আজ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

