প্রাক্তন রেফারি নিতাই পাল প্রয়াত : শোক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ।। মারা গেলেন নিতাই পাল। তিনি ছিলেন রাজ্য রেফারি সংস্থার সদস্য। পাশাপাশি প্রাক্তন রেফারিও। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিলো ৭০। রবিবার বিকেলে রাধানগর নিজ বাড়িতেই স্ট্রোক করেন তিনি। মৃত্যু কালে দুই ছেলে রেখে গেচেন। রাজ্য রেফারি সংস্থার পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। রেফারি সংস্থার সচিব নারায়ন দে ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ফুটবল মহলের বিভিন্ন সংস্থা থেকে নিতাই পালের অকাল প্রয়াণে গভীর শোক জানানো হচ্ছে।