আগরতলা, ২০ মার্চ (হি.স.) : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান। ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়েছে দোকানগুলো। রবিবার রাত আনুমানিক ২টা নাগাদ উদয়পুর গর্জি বাজারের পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ঘটনার বিবরণে জনৈক ক্ষতিগস্ত ব্যবসায়ী জানিয়েছেন, রবিবার রাত আনুমানিক ২টা নাগাদ এলাকার বাসিন্দারা বাজারে আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করেন। এলাকাবাসীরাই দোকানের মালিকদের আগুন লাগার খবর দিয়েছেন। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। সাথে সাথে খবর দেওয়া হয়েছে উদয়পুর অগ্নি নির্বাপক দফতরেও। কিন্তু দমকল বাহিনীর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান। এলাকাবাসী ও দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, পাঁচটি দোকানের মধ্যে রয়েছে শ্রীকান্ত ভট্টাচার্জি -র মুদি দোকান, বিশ্বজিৎ দাস ও নির্মল ঘোষের রেস্টুরেন্ট, মিনতী দাসের স্টেশনারি দোকান এবং স্বপন ঘোষের মিষ্টির দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।
ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়েছে ওই দোকানগুলো। অবশ্য, এবিষয়ে নিশ্চিতভাবে দোকান মালিকরা কিছুই বলতে পারেননি।