কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি, কিন্তু আমরা ভয় পাই না : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): ফের একবার বিজেপির সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ প্রসঙ্গে বলতে গিয়ে খাড়গে বলেছেন, কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি, কিন্তু আমরা ভয় পাই না। তিনি আরও বলেছেন, ভারত জোড়ো যাত্রা ৪৬ দিন আগে শেষ হয়েছে, এখন তাঁরা জিজ্ঞাসা করছে তিনি (রাহুল গান্ধী) সেখানে কার সঙ্গে দেখা করেছিলেন। হাজার হাজার মানুষ তাঁর সঙ্গে দেখা করেছেন এবং নিজেদের সমস্যার কথা জানিয়েছেন। এখন তাঁরা (দিল্লি পুলিশ) তাঁদের শনাক্ত করতে বলছে। আসলে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি, কিন্তু আমরা ভয় পাই না।”

উল্লেখ্য, গত বছরের ৭ সেপ্টেম্বর থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি শুরু করেছিলেন রাহুল গান্ধী। সেই পদযাত্রা শেষ হয় গত ৩০ জানুয়ারি। শ্রীনগরে এই কর্মসূচিতেই রাহুল বলেছিলেন, ‘‘শুনেছি, মহিলারা এখনও যৌন হেনস্থার শিকার হচ্ছেন।’’ কংগ্রেসের প্রাক্তন সভাপতির এই মন্তব্যের ভিত্তিতেই রবিবার সকাল ১০টায় দিল্লিতে ১২, তুঘলক রোডে রাহুলের বাড়িতে গিয়েছিল দিল্লি পুলিশের একটি দল। সেই দলের নেতৃত্বে ছিলেন বিশেষ কমিশনার (আইনশৃঙ্খলা) সাগরপ্রীত হুডা। পুলিশের দাবি, নারী নির্যাতনের অভিযোগ গুরুতর। তাই কোনও নির্যাতিতার সম্পর্কে রাহুলের কাছে তথ্য থাকলে তা জানান তিনি। সে ক্ষেত্রে নির্যাতিতাদের নিরাপত্তা দেওয়া হবে এবং তদন্ত শুরু করা হবে। এদিকে, রাহুল গান্ধীর ভারতীয় গণতন্ত্র সম্পর্কিত মন্তব্যের প্রেক্ষিতে এদিন মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “তাঁরা সুযোগ দিলে তিনি (রাহুল গান্ধী) কথা বলবেন। গণতন্ত্রে যদি আমাদের কথা বলতে দেওয়া না হয় তাহলে চলবে কী করে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *