তরমুজের চাহিদা পূরণ করতে আমদানি হচ্ছে বহিঃরাজ্য থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷  গরমকালের অন্যতম সুস্বাদু রসালো ফল তরমুজ৷ চাহিদার তুলনায় রাজ্যে উৎপাদন কম হয় বহির রাজ্য থেকে তরমুজ আমদানি করতে হয়৷
রাজ্যে তরমুজের যথেষ্ট চাকিদা রয়েছে৷ তরমুজের চাহিদা থাকলেও রাজ্যে উৎপাদন অনেকটাই কম৷ তরমুজ চাষে চাষীদের উৎসাহিত করার জন্য হর্টিকালচার দপ্তর থেকে কিছু কিছু উদ্যোগ গ্রহণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম৷ সে কারণেই  তরমুজ চাষের জন্য রাজ্যের মাটি উপযুক্ত হওয়া সত্ত্বেও তরমুজ চাষে দেখাচ্ছেন না অনেক চাষী৷  রাজ্য সরকার এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তর এব্যাপারে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করলে এবং সার কীটনাশক সহ অন্যান্য সহযোগিতা করলে বহির রাজ্য থেকে এত বিশাল পরিমাণ তরমুজ আমদানি করার প্রয়োজন হতো না৷ খোঁজখবর নিয়ে জানা গেছে এখন আর সেভাবে রাজ্যে উৎপন্ন হয় না গরমের সুস্বাদু ফল তরমুজ৷ উৎপন্ন না হওয়ার বিভিন্ন কারণ রয়েছে যেরকম সময় মত সার না পাওয়া পাশাপাশি যে পরিশ্রম করে কৃষকরা ফলন ফলাবে সে মত দাম না পাওয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে কমে গেছে রাজ্যে উৎপাদনের হার৷ ফলে বহির রাজ্যের মুখাপে গিয়েই হয়ে থাকতে হয় তরমুজের স্বাদ আস্বাদনের জন্য৷ এখন আসতে শুরু করেছে বহি রাজ্য থেকে যেরকম কোচবিহার, বেঙ্গালুরু এইসব জায়গা থেকেই আসছে সুস্বাদু তরমুজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *