শিলচরের বাইপাসে বার্মিজ সুপারি বোঝাই ট্রাক আটক করে পুলিশে সমঝে দিলেন জনতা

শিলচর (অসম), ১৯ মার্চ (হি.স.) : পুলিশ নয়, এবার বার্মিজ সুপারি বোঝাই ট্রাক আটক করলেন জনতা। ঘটনা কাছাড় জেলা সদর শিলচরের বাইপাস সড়কে। রবিবার দুপুরে শিলচর এসএমসি বাইপাসে বার্মিজ সুপারি বোঝাই ট্রাক আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বেলা একটা নাগাদ ১৬ চাকার একটি লরি দেখে সন্দেহ জাগে স্থানীয়দের। সন্দেহের বশে লরিতে তল্লাশি করলে ধরা পড়ে বার্মিজ সুপারি। অবৈধ বার্মিজ সুপারি বোঝাই ট্রাকটি আটক করার সময় তার পেছন পেছন আগত একটি সাফারি ও বুলেট বাইক আরোহীরা স্থানীয়দের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির রূপ নেয়। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার এনজিও সব-কা সাথ সব-কা বিকাশ-এর কর্মকর্তারা। তাঁদের সঙ্গেও তুমুল হাতাহাতিতে জড়িয়ে পড়ে সাফারির যাত্রীরা।

ঠিক সে সময় ওই সড়ক দিয়ে গাড়ি নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোকে যেতে দেখে তাঁর গাড়ির গতি রোধ করে তাঁকে বিষয়টি অবগত করেন স্থানীয়রা। ঘটনা শুনে পুলিশ সুপার নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বাজেয়াপ্ত করেন বার্মিজ সুপারি বোঝাই ট্রাক। খবর পেয়ে ছুটে আসে ঘুংঘুর পুলিশ ফাঁড়ির দল। বাজেয়াপ্ত করা হয় সাফারি সহ বুলেট মটর সাইকেলও। আটক করা হয় বার্মিজ সুপারি পাচারে জড়িত ব্যক্তিদের।
স্থানীয়দের অভিযোগ, এই বাইপাস সড়ক দিয়ে প্রায়ই অবৈধ বার্মিজ সুপারি সহ বিভিন্ন সন্দেহজনক গাড়ি যাতায়াত করতে দেখা যায়। বিগত কিছু দিন থেকে এলাকায় চুরি ডাকাতির জন্য আতঙ্কিত সাধারণ মানুষ। লায়লাপুর ও ধলাই চেকপোস্টে পুলিশ থাকার পরও কীভাবে বাইপাস সড়কে বার্মিজ সুপারি বোঝাই ট্রাক পৌঁছলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *