ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ।। নব নিযুক্ত যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের সঙ্গে সৌজন্যমুলক সাক্ষাৎকারে মিলিত হয়েছেন ত্রিপুরা চেস্ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। রবিবার। ক্রীড়ামন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার পাশাপাশি রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হয় শংসাপত্রও। ত্রিপুরা দাবা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন রাজ্য দাবা সংস্থার কর্তারা। ত্রিপুরার দাবা-র উন্নতিতে কী কী করা হচ্ছে তাও নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রীর সামনে তুলে ধরা হয়। ক্রীড়ামন্ত্রীও আশ্বাস দেন যাবতীয় সহযোগিতা করার। রাজ্য দাবা সংস্থার পক্ষে সভাপতি প্রশান্ত কুন্ডু, সচিব দীপক সাহা, যুগ্ম সচিব নির্মল দাস, কোষাধ্যক্ষ মিঠু দেবনাথ প্রমূখ উপস্থিত ছিলেন।
2023-03-19