গণবন্টন ব্যবস্থা  সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ খাদ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷  খাদ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে রবিবার খাদ্য দপ্তরের প্রধান কার্যালয়ে দপ্তরের নবনিযুক্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী এক পর্যালোচনা বৈঠক করেন৷  রাজ্যে গণ বন্টন ব্যবস্থাকে আরো সুদৃঢ় করার উপর গুরুত্ব আরো করেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী৷ খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর রবিবার প্রথমবারের মতো খাদ্য দপ্তরের প্রধান কার্যালয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী দফতরের অধিকর্তা সহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন৷ এই পর্যালোচনা বৈঠকে খাদ্য দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অবগত হন দপ্তরের  মন্ত্রী৷  এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার প্রত্যেকের মধ্যে সুশাসন পৌঁছে দেওয়ার জন্য যে অঙ্গীকার গ্রহণ করেছে সেক্ষেত্রে খাদ্য দপ্তরের একটা বড় ভূমিকা রয়েছে৷ সেই দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করা যায় সেজন্যই খাদ্য দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে দিক-নির্দেশিকা নির্ধারণ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *