বাসন্তী, ১৯ মার্চ (হি. স.) বছরের পর বছর ধরে রাস্তার অবস্থা বেহাল হলেও সেই রাস্তা সংস্কার হচ্ছে না। প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ছেন অটো, টোটো থেকে শুরু করে সাধারণ যাত্রীরা। গত সপ্তাহে এই রাস্তাতেই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে এক যাত্রীর। তবুও প্রশাসনের টনক নড়েনি। তাই এবার রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন অটো, টোটো চালক ও সাধারণ গ্রামবাসীরা। রবিবার সকালে এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ বাসন্তীর সরবেরিয়া থেকে কুমড়োখালি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। পড়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় দু ঘণ্টা বাদে অবরোধকারীদের হটিয়ে দেন।
দীর্ঘদিন ধরেই বাসন্তী ব্লকের চরাবিদ্যা গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর কুমড়োখালি থেকে সরবেরিয়া বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তা কোনভাবেই চলাফেরার যোগ্য নেই। প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ছে গাড়ি। একদিকে যেমন প্রাণহানির ঘটনা ঘটছে তেমনি খারাপ রাস্তার কারণে হাত পা ভাঙছে, গাড়ির ক্ষতিও হচ্ছে। এ বিষয়ে বারে বারে প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কোন লাভ হয়নি। সেই কারণে এদিন সকাল থেকেই স্থানীয় মানুষদের সাথে নিয়ে অটো ও টোটো চালকরা অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। স্থানীয় বাসিন্দা নুরুল জমাদার, সাব্বির শেখরা বলেন, “বারে বারে এই রাস্তার জন্য দরবার করেছি, বিধায়ককে জানিয়েছি কিন্ত কোন লাভ হয়নি। চলাফেরা করাই যাচ্ছে না। প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।”
স্থানীয় অটো চালক আব্দুল্লাহ লস্কর, সুজাউদ্দিন গায়েনরা বলেন, “ অটো, টোটো প্রতিদিন ভাঙছে, খারাপ হচ্ছে এই রাস্তার কারণে। সকলকে জানিয়েছি কিন্তু কোন লাভ হয়নি তাই এই অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি। দ্রুত রাস্তা সারাই না হলে বৃহত্তর আন্দোলনে নামবো।” এ বিষয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, “ ওই রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে দেওয়া রয়েছে। আশাকরি দ্রুত রাস্তা সারাইয়ের অনুমোদন মিলবে।