নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ণ রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যাক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে দমকল বাহিনীর জোয়ানরা৷ রবিবার তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ণ রাস্তার পাশে পড়ে থাকা এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে দমকল বাহিনীর জোয়ানরা৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়৷ তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ওদ্ধার হয়েছে৷ তার কোন জ্ঞান না থাকায় তার নাম ঠিকানা কিছুই জানা যায়নি৷ দমকল বাহিনীর জোয়ানরা জানান তাদের কাছে খবর আসে তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ণ রাস্তার পাশে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে৷ সেই খবরের ভিত্তিতে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে৷ কিভাবে এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনায় ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷
2023-03-19