কলকাতা, ১৮ মার্চ (হি স)। সরকারি স্কুলে ছোটদের পোষাক সরবরাহ নিয়ে সতর্ক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শনিবার তিনি টুইটারে লিখেছেন, “এটা সবচেয়ে জরুরী। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বিশেষ মাপের পোষাকের জন্য সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রদের পরিমাপ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রহসনমূলক কাজটি বাবা-মাকে বোকা বানানোর জন্য একটি চেষ্টামাত্র। কারণ বাস্তবে, নিম্ন মানের প্রাক-নির্ধারিত আকারের পোশাক (কাটমানির বিনিময়ে) সরবরাহ করা হবে।”
অপর একটি টুইটে লিখেছেন, “সেলফ হেল্প গ্রুপ (এসএইচজি) সদস্যরা গত বছরের সেলাই কাজের জন্য সম্পূর্ণ অর্থ পায়নি। এখন, যদি তারা পরিমাপ করে এবং প্রমাণ মাপের পোষাক শিক্ষার্থীদের সাথে মানানসই না হয়, তাহলে স্থানীয়ভাবে তাদের দোষ দেওয়া হবে। আমি এসএইচজি বোনদের অনুরোধ করছি এই ধরনের আদেশ অনুসরণ করার আগে বিচক্ষণতা প্রয়োগ করতে।“
প্রসঙ্গত, ক্রমিক নম্বরের উল্লেখ করে ২০২৩ সালের অর্থবর্ষে সরকারী এবং সরকার পোষিত বিদ্যালয়ে পোষাকের একটি বিজ্ঞপ্তি যুক্ত করেছেন শুভেন্দুবাবু। তাতে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের পোষাক সরবরাহের বিধি উল্লেখ করা হয়েছে।