জামশেদপুরে করোনায় একজনের মৃত্যু

জামশেদপুর, ১৮ মার্চ (হি.স.) : ঝাড়খণ্ডে পাঁচজন সক্রিয় করোনা রোগী এখনও রয়েছেন। এই সময়ে ৮৬ বছর বয়সী একজন ব্যক্তিরও সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে। নিহত জামশেদপুরের বাসিন্দা। তিনি নানা রোগে ভুগছিলেন। তিনি জামশেদপুরের টিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত রাজ্যে ৫৩৩৩ জনের মৃত্যু হয়েছে।