মিডিয়া যেন তার প্ল্যাটফর্মের অপব্যবহার না করে: অনুরাগ ঠাকুর

কোচি, ১৮ মার্চ (হি.স.) : সংবাদ মাধ্যমকে তাদের প্ল্যাটফর্মের অপব্যবহার না করার আহ্বান জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

শনিবার মালয়ালম ভাষার দৈনিক মাতৃভূমির শতবর্ষ বর্ষের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে দেশের ক্ষতি করে এমন কণ্ঠ ব্যবহার না করার পরামর্শ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তিনি মিডিয়া সম্প্রদায়কে এই ধরনের স্থান দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন, যা ভারতের অখণ্ডতাকে ক্ষতি হতে পারে। এর সাথে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত জাতির গণতান্ত্রিক প্রকৃতি সর্বদা বজায় থাকবে। ভারতে বা ভারতের বাইরে যতই খারাপ বা অযৌক্তিক মতামত থাকুক না কেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিগত ৯ বছরের অর্জন সকলের সামনে তুলে ধরেন এবং বলেন যে আজ দেশ সাহায্যপ্রার্থী নয়, সাহায্যদাতা হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *