বন্দী জমিরউদ্দিন এর মৃত্যুর ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত ২৯ মার্চ

শিলচর (অসম) ১৮ মার্চ (হি.স.) : কাছাড়ের কালাইন থানার অধীনে গত ৬ ফেব্রুয়ারি বিহারা তৃতীয় খন্ডের ইমরান আলীর পুত্র বন্দী জমির উদ্দিন এর মৃত্যুর ঘটনায় মামলার তদন্তের জন্য কাছাড়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোনালি দেবীকে নিযুক্ত করা হয়েছে । এর পরিপ্রেক্ষিতে আগামী ২৯ মার্চ তারিখে সকাল ১১ টা থেকে দুপুর ১ টার মধ্যে কাটিগরা রাজস্ব সার্কেল অফিস প্রাঙ্গণে একটি গণশুনানির সময় নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে সাধারণ জনগণ যারা ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষ্য দিতে ইচ্ছুক অথবা তাদের জানা তথ্যের বিষয়ে তাদের বক্তব্য রেকর্ড করতে ইচ্ছুক তারা উক্ত গণশুনানিতে অংশ নিতে পারবেন বলে তদন্তকালীন ম্যাজিস্ট্রেট জোনালি দেবী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।