রাজ্য জিমন্যাস্টিকসের সুবর্ণ জয়ন্তী ৩০-৩১ মার্চে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ।। রাজ্য জিমন্যাস্টিকসের সুবর্ণ জয়ন্তী। তবে কোনও বিশাল আয়োজন নেই। আগামী ৩০ ও ৩১ শে মার্চ নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারের ইনডোরে জিমনাসিয়ামে ৫০ তম রাজ্য জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে অনূর্ধ্ব ১০ বালক বালিকা, অনূর্ধ্ব ১৫  বালক- বালিকা, অনূর্ধ্ব ১৫ বালিকা, অনূর্ধ্ব ১৭ বালক এবং পুরুষ ও মহিলা বিভাগে প্রতিযোগিতা হবে। এই রাজ্য আসর পরিচালনার জন্য অর্গানাইজিং সেক্রেটারি নিয়তি দেবনাথ, কনভেনার অপু রায় টেকনিকেল চেয়ারম্যান বিষ্ণুপদ সাহা প্রমুখ মনোনীত হয়েছেন। রাজ্য সংস্থা থেকে এই খবর জানানো হয়েছে।