কলকাতা, ১৭ মার্চ (হি স)। শুক্রবার সাতসকালে দক্ষিণ কলকাতার বেহালায় রাস্তার ধারে আবর্জনার স্তূপে প্লাস্টিকে মোড়া এক সদ্যোজাতর দেহ উদ্ধার হয়। প্লাস্টিক থেকে বার হয়ে পড়া দেহাংশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল কাকেরা। এ হেন দৃশ্য দেখে শিউরে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল ১০টা নাগাদ বেহালার সরশুনা থানা এলাকায় শকুন্তলা পার্কের কাছে রাস্তার ধারে আবর্জনার স্তূপের মধ্যে পড়েছিল প্লাস্টিকে মোড়া ওই সদ্যোজাতর দেহ। স্থানীয় এক বাসিন্দা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে।
এই ঘটনার তদন্তে নেমেছে সরশুনা থানার পুলিশ। কে বা কারা এই ঘটনার নেপথ্যে, তা খতিয়ে দেখা হচ্ছে।

