ত্রিপুরায় মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্য সহ নবনির্বাচিত ৪৪ জন বিধায়ক নিলেন শপথ

আগরতলা, ১৬ মার্চ (হি. স.) : ত্রিপুরায় নবনির্বাচিত ৪৪ জন বিধায়ক আজ শপথ নিয়েছেন। বিজেপি এবং কংগ্রেসের বিধায়কদের প্রোটেম স্পিকার বিধানসভার অধিবেশন কক্ষে শপথ বাক্য পাঠ করিয়েছেন। সিপিএমের ১১ জন বিধায়ক বিধানসভায় অধ্যক্ষের কক্ষে শপথ নিয়েছেন। শপথ নিয়ে মুখ্যমন্ত্রী আধায়পক(ডা:) মানিক সাহা দৃঢ়তার সাথে জানান, উন্নত ত্রিপুরা গড়ার লক্ষ্যেই কাজ করবে বিজেপি-আইপিএফটি জোট সরকার। জনকল্যাণ এবং রাজ্যের সাথে রাষ্ট্রের উন্নয়নই পাবে অগ্রাধিকার। তেমনি, সিপিএমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা সরকারকে সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। তবে, কথা বলা ও প্রতিবাদ জানানো অধিকার আদায় এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন বলে জোর গলায় দাবি করেছেন।

আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা সহ মন্ত্রিসভার নয়জন সদস্যদের নিয়ে বিজেপির আরও ২২ জন নবনির্বাচিত বিধায়ক, সিপিএমের ১১ জন এবং কংগ্রেসের ২ জন বিধায়ক শপথ নিয়েছেন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ এদিন সকলের শপথ নেননি। আগামীকাল তিপরা মথার ১৩ জন নবনির্বাচিত বিধায়ক শপথ নেবেন। প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস তাঁদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। 

এদিন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন, নতুন সরকার ত্রিপুরার আপামর জনগণের কল্যাণে সর্বস্ব দিয়ে চেষ্টা করবে। রাজ্যে শান্তি, সম্প্রীতি বজায় রাখতে ঘৃণা ও বিদ্বেষ দূর করতে তিনি সকলের সহায়তা চেয়েছেন। তাঁর মতে, জাতি-জনজাতির কল্যাণের মধ্য দিয়ে ত্রিপুরার উন্নয়নে সকলের সম্মিলিত প্রয়াস চাই। তবেই, উন্নত ত্রিপুরা গঠন সম্ভব হবে, বিজেপি এভাবেই লক্ষ্যে পৌছাবে। 

মুখ্যমন্ত্রী ত্রিপুরার উন্নয়নে বিরোধীদের ইতিবাচক ভূমিকা চেয়েছেন। বিরোধীরা বিধানসভায় ট্রেজারী বেঞ্চের সদস্যদের সাথে মিলে জনকল্যাণে কাজ করবেন, আশা প্রকাশ করে বলেন তিনি। এক ত্রিপুরা শ্রেষ্ট ত্রিপুরা গঠনে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার মানুষ বিজেপিকে ঢেলে আশীর্বাদ করেছেন। তাই, মানুষের কল্যাণ আমরা দায়বদ্ধ। 

এদিকে, সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী নির্বাচন কমিশন এবং ত্রিপুরার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আগামী পাঁচ বছরের জন্য সংবিধানের শপথ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছি। কথা বলা এবং প্রতিবাদ জানানোর অধিকার আদায় ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতিজ্ঞা করেছি। তবে, ত্রিপুরার উন্নয়নে সরকারকে সমস্ত রকম সহায়তার জন্য প্রস্তুত রয়েছি। তাঁর কথায়, রাজনৈতিক মতাদর্শগত ফারাক থাকলেও জনগণের স্বার্থে বিজেপি পরিচালিত সরকারকে মদত দেব আমরা।

এদিন বিধানসভার অধিবেশন কক্ষে মোহনপুরের বিধায়ক রতন লাল নাথের শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ শুরু হয়েছে। অধিবেশন কক্ষে চারজন বিধায়ক বাদে সকলেই বাংলায় শপথ বাক্য পাঠ করেছেন। বিজেপি দলের বিজয়ী সদস্য রামপদ জমাতিয়া হিন্দিতে, বিশ্ববন্ধু সেন ও প্রমোদ রিয়াং ইংরেজিতে এবং আইপিএফটি দলের শুক্লাচরণ নোয়াতিয়া ককবরকে শপথ বাক্য পাঠ করেছেন। এদিকে, প্রোটেম স্পিকারের অফিস কক্ষে সিপিএমের নবনির্বাচিত বিধায়কদের মধ্যে জিতেন্দ্র চৌধুরী ইংরেজিতে এবং অন্যরা বাংলায় শপথ বাক্য পাঠ করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *