ওয়েলিংটন, ১৬ মার্চ (হি.স.): ভয়াবহ ভূকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। বৃহস্পতিবার সকালে (স্থানীয় সময়) নিউজিল্যান্ডের কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১। ইউএসজিএস সূত্রে খবর, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল।
ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি, তবে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু পরে ওই দেশের ন্যাশনাল এমার্জেন্সি ম্যানাজমেন্ট এজেন্সি জানিয়েছে যে, সুনামির আর কোনও আশঙ্কা নেই।