ইটানগর, ১৬ মার্চ (হি.স.): অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার। বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের মানডালা পাহাড়ে ভেঙে পড়ে চিতা হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারে কতজন ছিলেন, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯.১৫ মিনিট থেকে চিতা হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেটি বমডিলার মানডালা পাহাড়ের খাঁজে ভেঙে পড়ে।
প্রতিরক্ষা পিআরও (গুয়াহাটি) লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন, অরুণাচল প্রদেশের বমডিলা থেকে উড়েছিল সেনাবাহিনীর একটি আর্মি এভিয়েশন চিতা হেলিকপ্টার, সকাল ৯.১৫ মিনিট থেকে চিতা হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। অনুসন্ধান দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

