দেশের মেডিকেল কলেজগুলিতে পিজি আসন ১১০ শতাংশ বেড়েছে: ডাঃ মনসুখ মান্ডাভিয়া

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : দেশে মেডিকেল কলেজের সংখ্যা ৭১ শতাংশ বেড়েছে। মেডিকেল কলেজে এমবিবিএসের আসন বেড়েছে ৯৭ শতাংশ এবং পিজিতে ১১০ শতাংশ বেড়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া।

কেন্দ্রীয় মন্ত্রী মান্ডাভিয়া টুইট করেছেন, সময় বদলেছে এবং দেশও বদলেছে। ২০১৪ সালে যেখানে এমবিবিএস আসন ছিল ৫১,৩৪৮, সেখানে ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১,০১,০৪৩টি। যেখানে পিজি আসনের সংখ্যা ছিল ৩১,১৮৫, যা এখন ৬৫,৩৩৫ আসনে বেড়েছে।
তিনি আরও বলেন, মোট এমবিবিএস আসনের মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫২,৭৭৮টি এবং বেসরকারি মেডিকেল কলেজে ৪৮,২৬৫টি আসন রয়েছে। তিনি বলেন, দেশে মেডিকেল কলেজের সংখ্যাও বেড়েছে। ২০১৪ সালে ৩৮৭টি কলেজ ছিল, যার সংখ্যা বেড়ে এখন ৬৬০ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *