এইচ৩এন২ ভাইরাসে দুই রোগীর মৃত্যুতে সতর্কতা মহারাষ্ট্রে, বৃহস্পতিতে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

মুম্বই, ১৫ মার্চ (হি.স.):এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত দুই রোগীর মৃত্যুর পর চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে মহারাষ্ট্রে। এই ভাইরাসের প্রেক্ষিতে বৃহস্পতিবার বৈঠকে বসছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বৈঠকে উপস্থিত থাকবেন উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও। এইচ৩এন২ ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে মহারাষ্ট্র সরকার স্বাস্থ্য প্রশাসনকে সতর্ক করেছে।

একজন রোগী আহমেদনগর জেলার একজন মেডিকেল ছাত্র এবং আরেকজন নাগপুরের একজন প্রবীণ নাগরিক। স্বাস্থ্যমন্ত্রী ডাঃ তানাজি সাওয়ান্ত জানিয়েছেন, উভয় রোগীই আরও একাধিক রোগে আক্রান্ত ছিলেন। আমরা রাজ্যের সমস্ত হাসপাতালকে সতর্ক করে দেওয়া হয়েছে।বর্তমানে ৩৫০ জনেরও বেশি রোগীর এইচ৩এন২ ভাইরাসে সংক্রমিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *