সুরকার প্রয়াত নৃপতি ভৌমিককে  স্মরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ শ্রদ্ধায় স্মরণ রাজ্যের বিশিষ্ট সুরকার প্রয়াত নৃপতি ভৌমিককে৷ ১৫ তম মৃত্যু বার্ষিকীতে গানে গানে তাঁকে শ্রদ্ধা জানান শিল্পীরা৷ আর সৃষ্টির মধ্য দিয়েই তিনি চিরস্মরণীয় হয়ে রইলেন সকলের হৃদয়ে৷ রাজ্যের বিশিষ্ট সুরকার নৃপতি ভৌমিকের ১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় এক স্মরণ সভার আয়োজন করা হয়৷ কৃষ্ণনগর প্রগতী রোড স্থিত তাঁর বাসভবনে স্মরণ সভায় গানে কথায় স্মরণ করেন রাজ্যের প্রথিত যশা শিল্পীরা৷ অপর্ণা ভৌমিক এই স্মরণ সভার আয়োজন করেন৷ প্রতি বছরের ন্যায় এই স্মরণ সভায় রাজ্যের বিশিষ্ট সুরকার প্রয়াত নৃপতি ভৌমিকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন মেয়র দীপক মজুমদার, স্ত্রী অপর্ণা ভৌমিক, পুত্র লিটন মজুমদার, বরিষ্ঠ সঙ্গীত শিল্পী শিবপ্রসাদ ধর, বি টি ত্রিপুরার কর্ণধার মনীষা পাল চৌধুরী সহ গুন মুগ্দরা৷ সংসৃকতি সংসদের কার্যকরী কমিটি এবং কার্যকরী কমিটির সদস্য- সদস্যারা গানে গানে তাঁকে শ্রদ্ধা জানান৷ সঙ্গীত পরিবেশন করেন সুদীপ্ত শেখর মিশ্র৷ সুস্থ সংসৃকতির বিকাশে রাজ্যের বিশিষ্ট সুরকার প্রয়াত নৃপতি ভৌমিকের অবদান ছিল চিরস্মরণীয়৷ ১৫ তম মৃত্যু বার্ষিকীতে আরো একবার এই শিল্পী কালজয়ী হয়ে রইলেন তা সৃষ্টির মধ্য দিয়ে৷ আর তাই যেন বারে বারে উঠে এল শিল্পীদের কণ্ঠ থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *