নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): স্বাস্থ্যকে সেবা হিসাবে বিবেচনা করা হয় ভারতে, বাণিজ্য হিসাবে নয়। বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। বুধবার নতুন দিল্লিতে ‘এক স্বাস্থ্য: সমন্বিত, সর্বোত্তম স্বাস্থ্যের জন্য সহযোগিতামূলক মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ’ শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তৃতা করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। তিনি বলেন, দেশে স্বাস্থ্য সেক্টরে নতুন কোনও উদ্ভাবন ঘটলে, ভারত কখনই তা সেবার পরিবর্তে বাণিজ্য হিসেবে বিবেচনা করে না।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া আরও বলেছেন, টিকা দেওয়ার জন্য ভারত দ্বারা তৈরি কোউইন অ্যাপটি অনেক দেশ তাদের নিজস্ব ব্যবহারের জন্য গ্রহণ করেছে। তিনি বলেন, এই অ্যাপ অথবা প্ল্যাটফর্ম তৈরি করে ভারত কখনই মানবজাতির সেবার পরিবর্তে একচেটিয়া ক্ষমতা তৈরি করার চেষ্টা করেনি।

