আগরতলা, ১৫ মার্চ (হি.স.): আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আগর গাছের বাগান। ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়েছে বাগানটি। মঙ্গলবার গভীর রাতে কৈলাশহর ইরানি গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আব্দুল হাদীরের আগর গাছের বাগান আগুনে পুড়ে গেছে। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইরানি থানার পুলিশ সহ টি এস আর বাহিনী। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক একান্ন হাজার টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ মালিক।
ঘটনার বিবরনে আব্দুল হাদীর জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে এলাকার বাসিন্দারা বাগানে আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করেন। এলাকাবাসীর চিৎকার চেচামেচিতে ছুটে আসে আব্দুল হাদীর ও তাঁর পরিবারের লোকজনরা। সাথে সাথে খবর দেওয়া হয়েছে কৈলাশহর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের। এলাকাবাসী ও দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইরানি থানার পুলিশ ও টি এস আর বাহিনী।পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক একান্ন হাজার টাকা হবে বলে জানিয়েছেন তিনি।
ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়েছে ওই আগর বাগান। অবশ্য, এবিষয়ে নিশ্চিতভাবে বাগান মালিক কিছুই বলতে পারেননি। হিন্দুস্থান সমাচার/তানিয়া/সন্দীপ

