ভালসাদ, ১৪ মার্চ (হি.স.): গুজরাটের ভালসাদ জেলায় ভয়াবহ আগুন লাগল বাতিল সামগ্রীর গোডাউনে। মঙ্গলবার ভোরে ভালসাদ জেলার ভাপি এলাকায় অবস্থিত ১০টি বাতিল সামগ্রীর গোডাউনে আগুন লাগে। চারিদিক দাউদাউ করে জ্বলতে থাকে। অমিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
পুলিশ ও দমকল সূত্রের খবর, মঙ্গলবার ভোরে ভালসাদ জেলার ভাপি এলাকায় অবস্থিত ১০টি বাতিল সামগ্রীর গোডাউনে আগুন লাগে। গোডাউনগুলির ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোডাউনের ভিতরে থাকা সমস্ত কিছু আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।