নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে আবারও আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে অনুরাগ ঠাকুর বলেছেন, দুর্নীতির শিল্পকলা খুব ভালো করে জানে কংগ্রেস।মঙ্গলবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “কংগ্রেস শিল্পকলার মাধ্যমে দুর্নীতি ও দুর্নীতির শিল্পকলা খুব ভালো করে জানে। তাঁরা দেশবিরোধী প্রচার চালাচ্ছে। দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত কংগ্রেসের এবং কেমব্রিজ কান্না থামানো উচিত।”
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগে অনুরাগ ঠাকুর বলেছেন, রাহুল গান্ধী বিদেশে গিয়ে দেশকে অপমান করছেন। তাঁর উচিত সংসদে এসে দেশের কাছে ক্ষমা চাওয়া। তিনি (রাহুল গান্ধী) বলেছেন তাঁকে সংসদে কথা বলতে দেওয়া হয় না, কিন্তু লোকসভায় তাঁর উপস্থিতি সংসদে সাংসদের গড় উপস্থিতির চেয়েও কম।” অনুরাগ আরও বলেছেন, সন্ত্রাসে-অর্থায়নের মামলার তদন্তকারী সংস্থাগুলি এখন কংগ্রেসের দুর্নীতির মডেলের উপর একটি কেস স্টাডি করছে।