জম্মু, ১৩ মার্চ (হি. স.) : জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে সোমবার যান চলাচল স্বাভাবিক রয়েছে। জম্মু ও শ্রীনগরের দুই প্রান্তে হালকা এবং একমুখী ভারী যানবাহনকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
হালকা যান চলাচলের পর ভারী যানবাহন ছানানি উধমপুর থেকে শ্রীনগরে পাঠানো হবে। অবশেষে জম্মু থেকে শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর গাড়িও পাঠানো হবে। বর্তমানে মুঘল রোড ও এসএসজি রোড বন্ধ রয়েছে। এই দুই সড়ক থেকে তুষার সরানো হচ্ছে।