ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ।।ঘোষিত হলো উদয়পুর মহকুমার দলও। রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেটের জন্য। অমরপুরে হবে রাজ্য আসরের উদয়পুর মহকুমার ম্যাচ। ওই আসরে অংশগ্রহণের জন্য ১৭ সদস্যের উদয়পুর মহকুমা দল ঘোষনা করলেন সচিব। তিনি আশা করেন আসরে ভালো ফলাফল করবে মহকুমা। বেশ ক’জন ক্রিকেটারকে ডাকা হয়েছিলো আসরে। তাদের থেকে প্রতিভাবান ১৭ জনকে বাছাই করা হয়। দলের কোচ হিসেবে রয়েছেন সুবল চৌধুরী। ঘোষিত দল:- শ্রীমন দেবনাথ, সুরজিৎ দেবনাথ, রাজদীপ ঘোষ, শাহিন পোদ্দার, সোমদেব শীল, মারিজ হোসেন, শ্রীশান্ত দাস, বিপ্রজিত দাস, অন্তরীপ মজুমদার, রায়হান উল্লা, ইমরান আহমেদ, সুবীর বৈদ্য, কৃষাণ দাস, বীরজিৎ দাস, প্রসেনজিৎ চন্দ্র দে, প্রনজিৎ দেব ও শুভজিৎ বর্ধন।
2023-03-13

