অস্কার মঞ্চে সেরা শর্ট তথ্যচিত্রের খেতাব জিতল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পার্স’

ক্যালিফোর্নিয়া, ১৩ মার্চ (হি. স.) : :দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার। এবারে অস্কারে ছিল ভারতীয়দের জন্যে ছিল একাধিক গর্বের মুহূর্ত। ভারত থেকে তিনটি মনোনয়ন পেয়েছে। সেরা ডকুমেন্টারি চলচ্চিত্র অল দ্যাট ব্রেদস, সেরা শর্ট তথ্যচিত্র হিসেবে মনোনীত হয়েছিল দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স, এবং সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে ‘আরআরআর’- সিনেমার নাট্টু নাট্টু’র গান।

এছাড়াও চলতি বছর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অস্কারের অন্যতম উপস্থাপক ছিলেন। যা ভারতীয় ইতিহাসে প্রথম। যিনি অভিনেত্রী এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল বি জর্ডান, জেনেল মোনা, জো সালডানা, জেনিফার কনেলি, রিজ আহমেদ এবং মেলিসার সঙ্গে যোগ দিয়েছিলেন। এছাড়াও শোয়ের হোস্ট ছিলেন কৌতুক অভিনেতা জিমি কিমেল।

ইতিমধ্যেই অন্যান্যদের হারিয়ে সেরা শর্ট তথ্যচিত্রের খেতাব জিতল গুণীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। অস্কার জিতেই টুইটারে গুনিত মঙ্গার লিখেছেন, “আমরা ভারতীয় প্রোডাকশনের জন্য প্রথম অস্কার জিতেছি! দুই মহিলা এটি করেছেন! আমি এখনও কাঁপছি।”