ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের আসবাব বাজারে

মুম্বই, ১৩ মার্চ (হি.স.) : ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের গোরেগাঁওয়ে আসবাবের একটি বাজারে। সোমবার সকাল ১১টা নাগাদ আগুন লাগে। সেই আগুন মুহূর্তে গোটা বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৮টি ইঞ্জিন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না দাবি পুলিশের। এরপর দমকলের আরও ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ করেন দমকলকর্মীরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পুলিশ জানিয়েছে, আসবাবের একটি গুদামে আগুন লাগে। সেই আগুন দ্রুত বাকি দোকানগুলিতে ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, বাজারের ভিতরে কেউ আটকে নেই। কিন্তু তারপরেও আশঙ্কা কমছে না। যে সময় বাজারে আগুন ধরেছে, অনেকেই ওই সময় দোকান খোলেন। তাই কেউ আটকে পড়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।