কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার হচ্ছে: খাড়গে

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছে। এই সরকার বিরোধীদের আওয়াজ দমন করতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর অপব্যবহার করছে বলে অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভায় বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে।সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে অংশ নেওয়ার আগে খাড়গে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় বলেন, তিনি আজ সংসদে বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং ইডি, সিবিআই অভিযানের বিষয়গুলি উত্থাপন করবেন। তিনি আরও বলেন, কর্ণাটকে ভারতীয় জনতা পার্টির নেতাদের দুর্নীতি ক্রমাগত উন্মোচিত হচ্ছে। সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বরং বিরোধী দলের নেতাদের ২৫ থেকে ৩০ বছরের পুরনো মামলা খুলে বিরোধী দলের সদস্যদের হয়রানি করা হচ্ছে।

উল্লেখ্য, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের আগে কংগ্রেস সাংসদরা সংসদ ভবন কমপ্লেক্সে বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টি (সিপিপি) সভাপতি সোনিয়া গান্ধী। এ সময় দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।