ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ।। জোরকদমে চলছে প্রস্তুতি। আসন্ন মরশুমে সাফল্য পাওয়ার জন্য। ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার উদ্যোগ। প্রান্তিক ক্লাবে খেলোয়াড়দের প্রস্তুতি দেখতে রবিবার হাজির হয়েছিলেন রাজ্য সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত। অত্যন্ত দক্ষতা এবং নিপুনতার সঙ্গে খেলোয়াড়দের অনুশীলন দিচ্ছেন কোচ কৃষ্ণ সূত্রধর। ইতিমধ্যে ওই সেন্টার থেকে প্রতিক্ষা সাহা, রীধিমা পাল, বৈভব দেবনাথ, আষুশি মজুমদার এবং আরশি মজুমদার রাজ্যের পাশাপাশি জাতীয় আসরে সাফল্য পেয়েছে। সাফল্যের ধারা যাতে আগামীদিনেও বজায় থাকে তা মাথায় রেখেই চলছে প্রস্তুতি। এদিন খেলোযাড়দের সঙ্গেও দীর্ঘসময় কথা বলেন রাজ্য সংস্থার সভাপতি। কার কী সমস্যা, উন্নতি করতে কার কী দরকার যাবতীয় কিছু জেনে নেন সভাপতি। পাশাপাশি প্রশিক্ষণরত শিক্ষার্তীদের উৎসাহিতও করেন। খেলোয়াড়দের সুরক্ষায় মার্শাল আর্ট অত্যন্ত জরুরি। তা মাথায় রেখেই উন্নত প্রশিক্ষণ দিয়ে চলছেন কোচ তথা রাজ্য সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর।
2023-03-12