লামডিং (অসম), ১২ মার্চ (হি.স.) : লামডিং রেলওয়ে জংশনে সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ রবিবার ভোরে স্টেশন মাস্টার কাঞ্চন পাণ্ডের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্ৰ করে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়, দেখা দিয়েছে চাঞ্চল্যও।
জিআরপি সূত্রে জানা গেছে, আজ ভোরের দিকে স্টেশন মাস্টার কাঞ্চন পাণ্ডের মৃতদেহ ফার্স্টক্লাস রেস্টরুমে উদ্ধার হয়েছে। ইতিমধ্যে তাঁর মৃতদেহ ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে সজ্জন ব্যক্তি কাঞ্চন পাণ্ডের মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত তাঁরা শুরু করেছেন, জানান জিআরপি থানার ওসি।

