প্রীতি ক্রিকেট : বিশ্বজিতের ৫ উইকেট ডেন্টাল সংস্থাকেও হারালো জেআরসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ।।জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখলো সাংবাদিক ক্রিকেটারদের দল ‘জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব’। প্রতি বারের মতো এবারও ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন, ত্রিপুরা রাজ্য শাখার সঙ্গে এক প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেন সাংবাদিক ক্রিকেটাররা। ভোলাগিরির বিপরীতে ভগৎ সিং মাঠে রবিবার রোমাঞ্চকর এই ম্যাচে সাংবাদিক ক্রিকেটাররা চার উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো ডেন্টাল চিকিৎসকদের সংস্থা আইডিএ-টিএসবি”কে। টসে জয় লাভ করে ডেন্টাল এসোসিয়েশনের অধিনায়ক ডা: মৃত্যুঞ্জয় পাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। যাকে কাজে লাগায় দলের ক্রিকেটাররা। নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৪০ রান। ব্যাট হাতে দলের পক্ষে ডাঃ প্রলয়দ্বীপ নাথ ৩৮, ডাঃ মৃত্যুঞ্জয় পাল ২৪, ডাঃ পিনাক দাসের ২১ রান উল্লেখযোগ্য। বোলিংয়ে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষে বিশ্বজিৎ দেবনাথ ২৬ রানের বিনিময়ে একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে বেশ সাফল্য পেয়েছে। এছাড়া, অনির্বাণ দেব দুটি এবং প্রসেনজিৎ সাহা ও মেঘধন দেব পেয়েছে একটি করে উইকেট। অধিনায়ক অভিষেক দে ও জাকির হোসেনের আঁটোসাঁটো বোলিংও ছিল উল্লেখ করার মতো। জয়ের জন্য জে.আর,সি-র সামনে টার্গেট দাঁড়ায় ১৪১ রানের। যাকে তাড়া করতে নেমে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব শেষ পর্যন্ত ১৯.১ ওভার খেলে ৬ উইকেটের বিনিময়ে জয়ের প্রয়োজনীয় রান হাসিল করে নেয়। ব্যাট হাতে সাংবাদিক দলের পক্ষে বাপন দাস অপরাজিত ভূমিকায় সর্বাধিক ৪৪ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। এছাড়া, মেঘধন দেবের ২৭ রান, মিল্টন ধরের ২২ রান ও সুব্রত দেবনাথের ২০ রান উল্লেখযোগ্য। তাপস দেব ও দিব্যেন্দু দে-র পারফরম্যান্সও ছিল উল্লেখ করার মতো। ডেন্টাল অ্যাসোসিয়েশনের বোলার ডাঃ দেবাশীষ সিনহা ১৭ রানে চারটি এবং ডাঃ প্রিয়াঙ্কর চক্রবর্তী ও ডাঃ অন্তিম শীল একটি করে উইকেট পেয়েছে। অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে জেআরসি-র বিশ্বজিৎ দেবনাথ। এছাড়া, সেরা বোলার হিসেবে ডেন্টাল অ্যাসোসিয়েশনের ডাঃ দেবাশীষ সিনহা, সেরা ব্যাটসম্যান বাপন দাস, সেরা ফিল্ডার হিসেবে অনির্বাণ দেব-কে সুদৃশ্য ট্রফিতে সম্মানিত করা হয়েছে। মাঠে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের সচিব ডাঃ সজল নাথ। ম্যাচ পরিচালনায় ছিলেন আম্পায়ার সুকান্ত সাহা, বাপন হোসেন ও সবুজ খান। খেলা শেষে মাঠেই আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আইডিএ ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের সিনিয়র ডেন্টাল সার্জন ডাঃ রণবীর রায়, ডাঃ দীপ দত্ত,  জেআরসি-র সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক সুপ্রভাত দেবনাথ, সম্পাদক তথা আগরতলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অভিষেক দে, সিনিয়র সাংবাদিক অরিন্দম চক্রবর্তী প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ব্যস্ততম দুই প্রফেশনে নিয়োজিত সত্ত্বেও দু-দলের সম্প্রীতির বাতাবরণ অটুট রাখতে আগামী দিনেও এজাতীয় প্রীতি ম্যাচ জারি রাখার প্রয়াস থাকবে বলে দু-দলের পক্ষ থেকে ডাঃ রণবীর রায় ও অভিষেক দে আশা ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *