ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ।।সেমিফাইনালে কুমারঘাট ওল্ভস। রবিবার কোয়ার্টার ফাইনালে কুমারঘাট ওল্ভস ৬ উইকেটে পরাজিত করে ক্লাব আপনজনকে। কুমারঘাট মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত টি-২০ ক্রিকেটে। অতনু দেবের দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সে জয় পায় কুমারঘাট ওল্ভস। কালিবাড়ি মাটে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে টসে জয়লাভ করে ক্লাব আপনজন নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। দলের পক্ষে ডি কে ৪৮ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫৫, বিরোশ সিনহা ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১, বিক্রম দে ১২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং গীরবন ১১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। কুমারঘাট ওল্ভসের পক্ষে অতনু দেব (৩/২৮) এবং লিপন দে (২/২২) সফল বোলার। জবাবে খেলতে নেমে অতনু দেবের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌছে যায় কুমারঘাট ওল্ভস। দলের পক্ষে অতনু দেব ৩২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯ রানে এবং গৌরব দাস ৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে জয় প্রকাশ সিনহা ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং দলনায়ক বিশ্বজিৎ ধর ৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। ক্লাব আপনজনের পক্ষে দীপায়ন (২/২৭) সফল বোলার।
2023-03-12