প্রাক্তন হ্যান্ডবল খেলোয়াড় ও শারীর শিক্ষিকা মধুছন্দা প্রয়াত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ।। মাত্র ৫৭ বছর বয়সে জীবন দ্বীপ নিভে গেল আরও এক শারীর শিক্ষিকার। শনিবার  বিকেলে জয়নগরস্থিত  নিজ বাড়িতে প্রয়াত হলেন জাতীয় আসরে বহুবার পদক জয়ী রাজ্যের প্রাক্তন হ্যান্ডবল খেলোয়াড় তথা শারীর শিক্ষিকা মধুছন্দা চক্রবর্তীর। দীর্ঘ বছর ধরেই ব্রেইন ক্যন্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুর আগে বেশ কিছুদিন বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু চিকিৎসকের সব প্ৰচেষ্টাকে হার মানতে হল। আশির দশকে উমাকান্ত মাঠের তারকা খেলোয়াড় ছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য খেলোয়াড়দের সাথে বহুবার পদক জয় করে রাজ্যের গৌরব অর্জন করেছেন। আগরতলা, বাণী বিদ্যাপীঠ স্কুলের প্রাক্তন ছাত্রী এবং এই স্কুলেই ক্রীড়া শিক্ষিকা হিসেবে কাজ করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। ২০২৬ সালের ৩০শে নভেম্বর অবসর নেয়ার কথা। সদা হাস্যময়ী, মিষ্টভাষী, নীরবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ত্ব পালন করতেন। অবসর প্রাপ্ত সাই হ্যান্ডবল কোচ অলকানন্দা চক্রবর্তীর ছোট বোন তিনি। মৃত্যুকালে  একমাত্র ছেলে ও স্বামীকে রেখে গেছেন। তাঁর অকাল প্রায়নে রাজ্য হ্যান্ডবলের অপুরনীয় ক্ষতি হল। রাজ্য হ্যান্ডবল সংস্থা ও শারীর শিক্ষক প্রনব অখণ্ড প্রয়াতের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক সম্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *