হায়দরাবাদ (তেলেঙ্গানা), ১২ মার্চ (হি.স.) : আজ রবিবার কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) ৫৪ তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস উদযাপনে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার গভীর রাতে তিনি শহরে এসেছেন বলে সূত্র জানায়।
এদিন সকালে নিরাপত্তা একাডেমি হাকিমপেটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। তেলেঙ্গানার রাজ্যপাল ডঃ তামিলিসাই সৌন্দররাজন এবং কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী কিষাণ উপস্থিত ছিলেন। প্রতি বছর মার্চ মাসে সারা দেশে সিআইএসএফ প্রতিষ্ঠা দিবস পালিত হয়। প্রথমবার দিল্লি-এনসিআর-এর বাইরে সিআইএসএফ রাইজিং ডে ইভেন্টের আয়োজন করা হয়েছে।
গত ৫৩ বছরে সিআইএসএফ তার বিশ্বাসযোগ্যতা এবং সক্ষমতায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং আজ ১.৭০ লক্ষেরও বেশি জওয়ানদের শক্তির সঙ্গে শিল্প বাহিনী দেশের ৩৫৪টি গুরুত্বপূর্ণ শিল্পসহ ৬৬টি বিমানবন্দর, সমুদ্রবন্দর, পারমাণবিক কেন্দ্র, দিল্লি মেট্রো, ইস্পাত ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

