মহীশুর, ১১ মার্চ (হি.স.): অকালেই প্রয়াত হয়েছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি ও প্রাক্তন সাংসদ আর ধ্রুবনারায়ণ। শনিবার সকালে মহীশুরের একটি মৃত্যু হয়েছে তাঁর। বুকের ব্যথা অনুভব করেছিলেন তিনি, সকাল ৬.৪০ মিনিট নাগাদ তাঁর গাড়ির চালক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ডিআরএম মাল্টি স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডাঃ মঞ্জুনাথ জানিয়েছেন, বুকের ব্যথা অনুভব করায় আর ধ্রুবনারায়ণকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। উল্লেখ্য, ২০০৯-২০১৯ সাল পর্যন্ত চামরাজানগর লোকসভা আসনের সাংসদ ছিলেন আর ধ্রুবনারায়ণ। কংগ্রেস নেতার অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ অনেক কংগ্রেস নেতা।